Background

KSM started its journey during early 1990s as a trading place for commercial business purpose. But before that it was known as Alam Nagar Dockyard. From the name one can easily guess that the management was related to building and constructing of water vehicles like steel structure of medium sized river boats and trawlers. Alam Nagar Dockyard was established during 1965 and renowned in water vehicular transportation sector for next 30 years.

Later government decided to shift all the dockyards from Keraniganj to other areas due to development projects which successfully ended the journey of Alam Nagar Dockyard. Immediately after Khaza Super Market was constructed as a five storied building. The first 2 floor was rented to small show rooms which were and till now related to Clothing manufacturing and wholesale sector. The rest of the top three floors were rented out to small factories and garments accessories makers.

At present KSM now has few buildings which are adjacent next to each other and rented to different businesses in the same order like it was rented out for first time. All the building's bottom two floors are suitable for show rooms and top three floors are rented by small to medium local factories.

The current active committee is working hard in order to give support all these tradespersons’ and businesses. In near future Modern and advanced business services will be introduced. To make this enterprise more business friendly the committee is thinking to rent out the third floor (which is 20,000 square feet) also to different vendors and dealers.

পূর্বকথা

১৯৯০ দশকের প্রথমদিকেে খাজা সুপার মার্কেট এর বাণিজ্যিক যাত্রা শুরু হয়। কিন্তু এর পূর্বে আলম নগর ডকইয়ার্ড নামে প্রতিষ্ঠানটি সুপরিচিত ছিল। নামটি দেখে যে কেউই সহজেই অনুমান করতে পারবেন যে মার্কেটের প্রধান পরিচালক নদীতে চলাচল উপযোগী মাঝারি আকারের স্টীলের জাহাজ বা ট্রলার তৈরীর ভারি শিল্পজনিত কাজে জড়িত ছিলেন। আলমনগর ডকইয়ার্ড ১৯৬৫ সালের দিকে ব্যবসা শুরু করে এবং পরবর্তী ৩০ বছর নৌ পরিবহন বিনির্মাণ ও মেরামত খাতে প্রসিদ্ধতা লাভ করে।

পরবর্তীতে সরকার ঢাকার সকল ডকইয়ার্ড অন্যান্য এলাকায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে আলমনগর ডকইয়ার্ডের সফল পরিসমাপ্তি ঘটে। এরপরই খাজা সুপার মার্কেট একটি ৫ তলা দালান নির্মাণ করে। এর প্রথম দুটি তলা কাপড় ও এর সাথে সংশ্লিষ্ট পাইকারী ব্যবসায়ীদের শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয় যা এখনো চালু রয়েছে । উপরের বাকি তিনটি তলা পর্যায়ক্রমে ছোট ছোট পোষাক শিল্প  ও আনুসঙ্গিক জিনিস তৈরীর কারখানাগুলোকে ভাড়া দেওয়া হয়।

বর্তমানে খাজা সুপার মার্কেটের একাধিক বিল্ডিং রয়েছে যার প্রতিটিই পাশাপাশি অবস্থানে নির্মিত এবং এর বিভিন্ন তলা সেই প্রথম থেকে ঠিক একইভাবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে যাচ্ছে। প্রতিটি বিল্ডিং এর নীচের দুটি তলা পোষাকের শোরুম হিসেবে উপযোগী এবং উপরের তিনটি তলা ছোট থেকে মাঝারি মানের কারখানা হিসেবে ভাড়া দেওয়া হয়ে থাকে।

বর্তমান কার্যকরি কমিটির সকলেই ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন।  ভবিষ্যতে আধুনিক ও উন্নত ধরনের বাণিজ্যিক সেবা ব্যবসায়ীদের স্বার্থে চালু করার চিন্তা রয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও ব্যবসা বান্ধব ও আকর্ষনীয় করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ তৃতীয় তলায় (২০,০০০ - বিশ হাজার বর্গফুট ফ্লোর) রকমারী পণ্য বিশেষ করে মহিলাদের কসমেটিকস, টু-পিস, থ্রী-পিস, থান কাপড়; বাচ্চা ও ছোটদের পণ্য; বিভিন্ন চামড়াজাত উৎপাদিত জিনিস যেমন ব্যাগ, জুতা, স্যান্ডেল; ইলেকট্রনিক পণ্য, মোবাইল, কম্পিউটার এবং নানা রকমের বৈদ্যুতিক সামগ্রীর শো-রুম এর জন্য পাইকারী ও খুচড়া ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতে ইচ্ছুক । 



The Active Managing Committee


 

Mohammad Rafiul Alam

Chairperson and Owner

Mrs. Afrina Begum

Managing Director

Mohammad Morshed Alam

Director of Operations

Ms Farrina Alam

Deputy Director